Wellcome to National Portal
Main Comtent Skiped

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না। সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


pasent at
 কারারক্ষি ব্যারাকে কারারক্ষীদের থাকার জন্য চৌকি / সিটের সংখ্যা প্রয়োজনের তুলনায়     অনেক কম অধিকন্ত ৯৮টি বাসা অপসারন করায় কারারক্ষিগণ ব্যারাকে অবস্থান করতে বাধ্য হচ্ছে। ফলে কারারক্ষিগণ ব্যারাকে গাদাগাদি করে বসবাস করছে। বর্তমানে অত্র কারাগারে  জন  সর্বপ্রধান কারারক্ষি/প্রধান কারারক্ষি/ কারারক্ষি কর্মরত আছে তন্মধ্যে বিদ্যমান ব্যারাকে সীট ক্যাপাসিটি ২৫৮ জনের। আরও ১০০ জনের অধিক ক্যাপাসিটি সম্পন্ন আরেকটি কারারক্ষি ব্যারাক নির্মাণ করা প্রয়োজন। 
 
 বন্দিদের পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ করা আবশ্যক। গণপূর্ত বিভাগ কর্তৃক ওয়াচ টাওয়ার নির্মাণের প্রাক্কলন প্রস্তুত করতঃ মহোদয় সমীপে প্রেরণ করা হয়েছে এবং বর্তমানে তা প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে ?
 কারারক্ষিদের আবাসিক সমস্যা দূরীকরণের লক্ষে ৮০০ বর্গফুটের ৩২ ইউনিট বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের প্রাক্কলন গণপূর্ত বিভাগ কর্তৃক প্রস্তুত করতঃ প্রশাসনিক অনুমোদন হওয়ায় র্ঊুমানে ভবন নির্মাণ কাজ অপেক্ষমাণ রয়েছে। 
 গড়ে ৩০০০-৪০০০ জনের মত বন্দি অত্র কারাগারে আটক থাকে। প্রতিদিন ৫০০-৬০০ জনের অধিক বন্দির আত্মীয় স্বজন সাক্ষাত করার জন্য অত্র কারাগারে আগমন করেন। কিন্তু কক্ষ প্রয়োজনের তুলনায় ছোট পরিসরের হওয়ায় এত বেশী সংখ্যক দর্শণার্থীকে দেখা সাক্ষাতের জন্য অপেক্ষা করতে হয়। তাদের অপেক্ষাকালীন অবস্থানের জন্য একটি বিশ্রামাগার নির্মাণ করা প্রয়োজন। বর্তমানে স্থানীয় ব্যবস্থাপনায় একটি টিনসেড নির্মাণ করতঃ দর্শানার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে।  
 রাজশাহী কেন্দ্রীয় কারাগার সংস্কার ও ২০০০ বন্দী ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক কারাগার পূনঃনির্মাণের নিমিত্তে ডিজিটাল সার্ভে সম্পন্ন করে উচচ তৈরীর নিমিত্তে এখন স্থাপত্য অধিদপ্তরে রয়েছে। বর্তমানে পৌনে দুইশত বৎসর পূর্বের অনেক স্থাপনা ব্যবহার অনুপযোগী হওয়ায় প্রকল্প তৈরীর কাজ ত্বরান্বিত করা একান্ত প্রয়োজন
 কারাগারের ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি রয়েছে। কারাগারের ড্রেনগুলো বাহিরের ড্রেন অপেক্ষা উচু হওয়া বাঞ্ছনীয়। কিন্তু নির্মান কাজের ত্রুটির জন্য কারাভ্যন্তরের ড্রেনগুলো নিচু হওয়ায় কারাগারের ভেতরের পানি বাহিরে প্রবাহিত হচ্ছে না। এতে পানি জমে থাকছে এতে মশা মাছির উপদ্রবসহ অস্বাস্থ্যকর অবস্থার সৃষ্টি হচ্ছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে এই অবস্থার উন্নতি করা দরকার।     
 অফিস Accomodation  সমস্যা রয়েছে। কারাগারের মূল ফটকটি চিপা গলির মত। ভর্তি, মুক্তি অর্থ শাখার জন্য জায়গা খুবই কম। জেলারের কক্ষটি খুবই ছোট। পদমর্যাদা অনুযায়ী রুমটি বেমানান। জায়গা সংকুলানের অভাবে কারাগারের সংস্থাপন শাখাটি ডেপুটি জেলারের একটি বাসায় স্থানান্তর করা হয়েছে। যাতে নানাবিধ সমস্যার মধ্যে কাজ চালিয়ে নেয়া হচ্ছে। জরুরীভাবে অফিস Accomodation বৃদ্ধি করা প্রয়োজন।