Wellcome to National Portal
Main Comtent Skiped

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না। সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


সেবার তালিকা

সেবার তালিকা

কারাগার একটি সেবামূলক সরকারি প্রতিষ্ঠান। বন্দি এবং তাদের আত্মীয়-স্বজনদের যেসব সেবা প্রদান করা হয়ে থাকে তা নিম্নরূপঃ-

                                দর্শনার্থীদের জন্য

(ক) আত্নীয়-স্বজন ও আইনজীবীর সাথে দেখা-সাক্ষাতের সুব্যবস্থা রয়েছে।

(খ) দর্শনার্থীদের বিশ্রামের জন্য বিশ্রামাগার রয়েছে।

(গ) দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা রয়েছে।

(ঘ) বন্দিদের জন্য তার আত্মীয়-স্বজন কর্তৃক সুলভে শুকনা খাবার, কোমল পানীয় ও  ফলমূল ক্রয়ের জন্য বাহিরে একটি ক্যান্টিন রয়েছে।

(ঙ) ভিতর ক্যান্টিন হতে একই ধরনের মালামাল ক্রয়ের জন্য পি/সি (প্রিজনার ক্যাশ) তে  টাকা জমা দেয়ার সুব্যবস্থা রয়েছে।

 

                                বন্দিদের জন্য

(ক) ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক ধর্মীয় ও গণশিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

(খ) বন্দিদের বিনোদন ও জ্ঞান অর্জনের জন্য একটি সমৃদ্ধ পাঠাগার রয়েছে।

(গ) বন্দিদের বিনোদনের জন্য টেলিভিশন রয়েছে।

(ঘ) ক্যারম, দাবা, লুডু প্রভৃতি খেলাধুলার মাধ্যমে বন্দিরা বিনোদন পেয়ে থাকেন।

(ঙ) স্থানীয় ব্যবস্থাপনায় বন্দিদের বিনোদনের জন্য দৈনিক পত্রিকা সরবরাহ করা হয়।

(চ) বিশেষ বিশেষ দিবসে বন্দিদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(ছ) বন্দিদের মোড়া, চেয়ার, টেবিল, দোলনা, কাঠের কাজ, প্রেসসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্তরা কাজের বিনিময়ে অর্থ উপাজর্ন  করে থাকেন এবং তারা কারাগার থেকে মুক্তিলাভের পর আত্মকর্মসংস্থানের সুযোগ পায়।

(জ) বন্দিদের চিকিৎসার জন্য কারা হাসপাতাল রয়েছে। এছাড়া জরুরী ও উন্নত চিকিৎসার জন্য উচ্চতর হাসপাতালে প্রেরণ করা হয়।

(ঝ) সশ্রম সাজাপ্রাপ্ত বন্দিদের ভাল কাজ ও ভাল আচরণের জন্য রেয়াত প্রদান করা হয়।

(ঞ) বিশেষ দিবসে সরকারী আদেশে বিশেষ বিশেষ বন্দিদের মুক্তি প্রদান করা হয়।

সেবা পাবার জন্য সিটিজেন চার্টার ও রিজার্ভ গার্ড/অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

সেবা পেতে অসুবিধা হলে সিটিজেন চার্টার-এ লিপিবদ্ধ জেল সুপার ও জেলার এর টেলিফোন নাম্বারে যোগাযোগের মাধ্যমে সেবা গ্রহণ নিশ্চিত করা যাবে।